বাংলাদেশ হোসিয়ারি সমিতির নবনির্বাচিত পরিচালক বদিউজ্জামান বদু সহ ১৭ পরিচালককে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেছেন নারায়ণগঞ্জ শহরের ২নং রেলওয়ে সুপার মার্কেট ক্ষুদ্ধ ব্যবসায়ী সমিতি।
বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় ২নং রেলওয়ে মার্কেটের সামনে শত শত হোসিয়ারি মালিকরা তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় বদিউজ্জামান বদু সকল হোসিয়ারি মালিকদের নিয়ে আগামী দিনে হোসিয়ারি শিল্পকে উন্নত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচিত পরিচালক বদিউজ্জামান বদু, মো. আব্দুল হাই, মিজানুর রহমান, মো. পারভেজ মল্লিক, আবদুস সবুর খান, হাজী মো. শাহিন হোসেন, আতাউর রহমান, দুল্লাল মল্লিক, মো. মাসুদুর রহমান, বৈদ্যনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু, সাঈদ আহম্মেদ স্বপন, মো. নাছির শেখ, আবদুস সোবহান তালুকদার, নাছিম আহম্মেদ ও বিল্লাল হোসেনকে শুভেচ্ছা তোড়া দিয়ে বরণ করেন ২নং রেলওয়ে সুপার মার্কেট ক্ষুদ্ধ ব্যবসায়ী সমিতির সভাপতি দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন। এ সময় স্বতন্ত্র ঐক্যে ফোরাম থেকে একক বিজয়ী ফতেহ মোহাম্মদ রেজা রিপন অনুপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :