News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

চেম্বারে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ১০:২২ পিএম চেম্বারে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচনে ২৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার ২৫ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহকারী ২৭ জনের মধ্যে ২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। যার মধ্যে ট্রেড গ্রুপে মনোনয়নপত্র দাখিলকারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন। 

জানা গেছে, গেল বছরের ১০ নভেম্বর নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ১২তম কার্যকরি সভায় ২০২৫-২০২৭ কার্যকালের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ড গঠন করা হয়, নির্বাচন বোর্ডে বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি ও এফবিসিসিআই সাবেক পরিচালক জনাব প্রবীর কুমার সাহা মহোদয়কে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব মাহমুদ হোসেন এবং দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক জনাব স্বপন চোধুরী এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে জনাব ফজলুল হক রুমন রেজা যিনি নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মাওলানা আব্দুল কাইয়ুম ও সিনিয়র অ্যাড মো. জাকির হোসেন কে নির্বাচন আপীল বোর্ডের সদস্য হিসাবে সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। পরে নির্বাচন ও আপীল বোর্ডের বৈঠকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্ধারণ করা হয়। 

শনিবার দুপুর ২টা পর্যন্ত জেনারেল গ্রুপে মনোনয়নপত্র সংগ্রহকারী ১৯ জনের মধ্যে ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। জেনারেল গ্রুপে মনোনয়নপত্র সংগ্রহ করলেও মহসিন রাব্বানি মনোনয়নপত্র দাখিল করেননি। জেনারেল গ্রুপে ১২টি পদের বিপরীতে ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, মাসুদুজ্জামান, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, রতন কুমার সাহা, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. আবু জাফর, গোলাম মোহাম্মদ কায়সার, আব্দুল হাই রাজু, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, মজিবর রহমান, গোলাম সারোয়ার সাঈদ, নাসির উদ্দিন, মো. সোহাগ, মো. বজলুর রহমান, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ আল মামুন, মাহফুজুর রহমান খান (মাহফুজ), আহমেদুর রহমান তনু।

অ্যাসোসিয়েট গ্রুপে ৬ টি পদের বিপরীতে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, মোর্শেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, হাজী মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এনামুল হক, মনিরুল ইসলাম। 

ট্রেড গ্রুপে ১টি পদের বিপরীতে একমাত্র বিকাশ চন্দ্র সাহা মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন।  আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে। 

Islam's Group