আগামী ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় গণসংযোগ করা হয়েছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে চিটাগাংরোড এলাকায় এই গণসংযোগ করা হয়।
গণসংযোগের সময় চিটাগাংরোডে অবস্থিত বিভিন্ন মার্কেটের দোকানে দোকানে ও রাস্তায় হ্যান্ডমাইক নিয়ে প্রচারণা চালানো হয়। সেই সাথে কর্মী সম্মেলনের পক্ষে বিভিন্নভাবে জনসাধারণের মনযোগ আকর্ষণের চেষ্টা করা হয়।
খেলাফত মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খানের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, উলামা সম্পাদক মুফতী নূর হোসাইন নূরানী, সিদ্ধিরগঞ্জ থানা সহ-সভাপতি আব্দুল মজীদ, সহ-সাধারণ সম্পাদক ডা. মাওলানা ওলিউর রহমান ও ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি ডা. মোতাহার হুসাইন প্রমুখ নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। আরো উপস্থিত থাকবেন, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :