News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২

ডেভিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২০


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৭:৩০ পিএম ডেভিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২০

নারায়ণগঞ্জে ডেভিল হান্ট ও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ডেভিল হান্ট অভিযানে ২০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

সোমবার ১০ ফেব্রুয়ারি রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা মামলা এবং ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার অভিযুক্ত আসামিরা রয়েছেন। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।

তিনি বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টসহ অভিযুক্ত আরও ২০ জনকে আটক করেছে পুলিশ।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন (৩২), যুবলীগের সক্রিয় সদস্য নূর হোসেন কুট্টি (২৫), বন্দরের মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন (৫২), রূপগঞ্জের যুবলীগের কর্মী ইসমাইল হোসেন (৩৪), আড়াইহাজারে পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ (৪৪), জেলা ওলামা লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সোহান (২৫), সোনারগাঁও পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি হাসান (৩২), সোনারগাঁও থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী শফিউর রহমান হিরন (২২)।

Islam's Group