মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ২০২৪ সালের নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি সন্তোষ দাসগুপ্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পি, জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্র।
প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। শুধু নারায়ণগঞ্জ নয় আমরা যে পরিবেশে ও সমাজে বড় হয়েছি ধর্মীয় কোন ইস্যু ধর্মীয় কোন মতবাদ নিয়ে আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে নাই। কে কোন ধর্মের সেটি আমরা কখনোই ভাবিনি। এখনো ভাবি না। এ-ই সম্প্রীতি আজকে নতুন নয়। আমরা শুরু থেকেই একসঙ্গে আছি। আমরা এদেশের নাগরিক আমরা সবাই মিলে দেশের কল্যাণে কাজ করব। তিনি আরও বলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এই প্রকল্পটি অন্তত সময়োপযোগী পদক্ষেপ। আগামী প্রজন্মকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি অপরাধ জগতে যেন না আকৃষ্ট হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলেন শিক্ষক অভিভাবকদের।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সহকারী প্রকল্প পরিচালক শ্যামল চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পি বলেন, সুন্দর মন অসাম্প্রদায়িক চেতনা দিয়ে আমরা আমাদের সন্তান কে ধর্মীয় শিক্ষা দিতে পারি। আমরা যেন ধর্মান্ধতা মধ্যে ডুবে না যাই। মানবতা সামাজিক মূল্যবোধ যেন এ-ই ধর্মীয় জ্ঞানচর্চার মধ্যে উপলব্ধি করা যায় সেদিকে আমরা সকলই খেয়াল রাখবো।
অনুষ্ঠানে সম্মানীত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব অ্যাডভোকেট রাজীব কুমার মন্ডল, আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, নারায়ণগঞ্জ, খোকন সাহা, সদস্য সচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, নারায়ণগঞ্জ, ঋষিকেশ মণ্ডল (মিঠু), সহ সমাজ কল্যাণ সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি প্রমুখ।
আপনার মতামত লিখুন :