News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

তারেক জিয়ার পক্ষে মামুন মাহমুদের অনুদান উপহার সামগ্রী বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৯:৩৩ পিএম তারেক জিয়ার পক্ষে মামুন মাহমুদের অনুদান উপহার সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের সাথে পূজার আনন্দ করতে চান। সেই বার্তা দেয়ার জন্য এসেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব আপনাদের প্রত্যেকটা মন্দিরের জন্য আর্থিক উপহার পাঠিয়েছেন এবং নতুন কাপড় উপহার পাঠিয়েছেন।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পূজামন্ডপে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। 
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমরা যেমন ঈদের সময় ঈদের উপহার বিভিন্নজনকে দিয়ে থাকি তেমনিভাবে পূজার সময়ে আপনাদের জন্য পূজার উপহার পাঠিয়েছেন। এটা কোনো সাহায্য সহযোগিতা নয়। আমরা আপনাদের ভাই হিসেবে আছি ভাই হিসেবে উপহারগুলো আপনাদের হাতে তুলে দিতে চাই। প্রতি বছরই দিয়ে থাকি এবছর একটু বেশি চেষ্টা করেছি। সবসময় আপনাদের পাশে থাকতে চাই। 
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সম্প্রীতির জেলা। পূজাকে ঘিরে নারায়ণগঞ্জে কখনও খারাপ উদহারণ সৃষ্টি হয়নি। তারপরও প্রশাসনের পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে। আপনারা যখনই কোনো সমস্যায় পড়বেন তখনই তাদের স্মরণ করবেন তারা হাজির হয়ে যাবে। 
মামুন মাহমুদ বলেন, আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে নিরাপদে করতে পারেন তারেক রহমানের কাছ থেকে সেই নির্দেশনা পেয়েছি। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। বিএনপি একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। 

Islam's Group