News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
নারায়ণগঞ্জের রাজনীতি

হুমকি শামীম ওসমানের, খুলে নিল বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১০:০৪ পিএম হুমকি শামীম ওসমানের, খুলে নিল বিএনপি

নারায়ণগঞ্জে বিগত দিনে প্রায়শই বিএনপি, জামায়াত ও শিবিররের উদ্দেশ্যে হুমকি হুংকার দিয়ে শামীম ওসমান প্রায়শই জানাতেন তিনি ইশারা দিলে বাড়ির ইট থাকবে না। কিন্তু এবার সেটার উল্টো হয়েছে। এবার তার দাদার বাড়ি গুড়িয়ে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। জামতলায় শামীম ওসমানের নিজের বাড়ির ইটও খুলে নিয়েছে বিক্ষুব্ধ জনতা।

২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিনাভোটে এমপি হওয়ার প্রথম দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ইট খুলে নেওয়ার হুংকার দিতেন। টানা তিন বার এমপি হওয়ার আগে পরে একই বক্তব্যে ছিলো তার মুখে। তিনি ওই সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাদের ‘পাতি’ নেতা বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, জেলা বিএনপির অনেক নেতা আছেন, দিনের বেলায় বড় বড় কথা বলেন, কিন্তু রাতের বেলা আমাকে ফোন করে বলেন “ভাই একটু দেখিস”, “ভাই একটু দেইখেন।

গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর ছয় মাস যাবৎ দেশের বাহিরে পালিয়ে রয়েছেন শামীম ওসমান। সরকার পতনের পর বিক্ষুদ্ধ ছাত্র-জনতা জামতলায় শামীম ওসমানের বাড়ি, উত্তর চাষাঢ়ায় তাঁর পৈতৃক বাড়ি হিরা মহল, চাষাঢ়া মোড়ে বায়তুল আমান, চাষাঢ়া মোড়ে রাইফেল ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বোরকা শামীম ওসমান পালিয়ে স্লোগানে মুখরিত ছিলো পুরো শহর জুড়ে।

১৫ আগষ্ট শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করায় বিএনপির সমালোচনায় পড়েন তৎকালীন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সেদিন বিকালে নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি দেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সকল আওয়ামী লীগ নেতা পালিয়ে গেছে। আপনি এখনো দেওভোগে বসে আছেন। আমরা যদি নির্দেশ দেই তাহলে আপনার বাড়ি ওই হোয়াইট হাউজের একটি ইটও থাকবে না। অতএব সাবধান হয়ে যান, আপনি আর এক কদমও আগাবেন না। আপনি বিএনপির অফিস দখল করেছেন। শামীম ওসমানকে খুনি আখ্যায়িত করে বলেন, আমরা শান্তিতে থাকতে চাই। নারায়ণগঞ্জবাসীকে শান্তিতে থাকতে দেন। বাংলাদেশের মানুষদের শান্তিতে ঘুমাতে দেন। এই দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চেষ্টা করবেন না।

আইভীকে হুমকি দেয়ার সাড়ে পাচঁ মাসের মাথায় শামীম ওসমানের দাদা বাড়ি আওয়ামীলীগের প্রতিষ্ঠার স্মৃতিময় ‘বায়তুল আমান’ ভবনটি গুড়িয়ে দিয়েছে মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরের মিশনপাড়া এলাকায় বিভিন্ন পর্যায়ের বিক্ষুব্ধ জনতা জড়ো হয়। এরপর সেখান থেকে একটা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চাষাড়া এলাকার বায়তুল আমানের সামনে আসেন। আগে থেকেই রাখা ছিল বুলডোজার, এরপরই গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। প্রথমে বুলডোজার দিয়ে বাইতুল আমানের সীমানা ভেঙে দেওয়া হয়। এরপর ভবন ভাঙার কাজ শুরু করা হয়।

মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, দেশের মানুষ যেমন আওয়ামী লীগের প্রতি ক্ষুদ্ধ, তেমনি নারায়ণগঞ্জবাসীও শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানের প্রতি ক্ষুদ্ধ। তারা নারায়ণগঞ্জবাসীকে এতটাই ক্ষুদ্ধ করেছেন, যার বহিঃপ্রকাশ ঘটেছে বাইতুল আমান গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে।

স্থানীয় সূত্র বলছে, ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার এই বায়তুল আমান থেকে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত প্রতিটা আন্দোলন-সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করেছিল বায়তুল আমান। ভবনের মালিক খান সাহেব ওসমান আলী থেকে শুরু করে তার ছেলে একেএম শামসুজ্জোহা, তার তিন ছেলে মরহুম একেএম নাসিম ওসমান, একেএম সেলিম ওসমান ও একেএম শামীম ওসমান বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিয়েছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাইতুল আমান ভাঙচুর করা হয়েছিল। তবে ধসিয়ে দেওয়া হয়নি। এবার একেবারেই ধসিয়ে দেওয়া হয়েছে।

Islam's Group