News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

নারায়ণগঞ্জের টানবাজারে ফ্ল্যাট বাসায় খুন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপনডেন্ট প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১২:৪৯ এএম নারায়ণগঞ্জের টানবাজারে ফ্ল্যাট বাসায় খুন

নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়ায় উৎপল রায় (৬২) খুন হয়েছে। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা সাহাপাড়ায় শংকর সাহার মালিকানাধীন ৭ তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে তাকে গলাকেটে হত্যা করে।

উৎপল রায়ের ২ ছেলের একজন দেশের বাইরে ও আরেকজন তিনি পেশায় ডাক্তার। তার নাম উজ্জ্বল কুমার রায়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বন্দর এলাকার একজন কাজের মহিলা এখানে কাজ করেন। সোমবার সন্ধ্যা ৬টা হতে ৭টার মধ্যে ওই মহিলা বাসায ঢুকে। পরে সাড়ে ৮টা হতে ৯টার মধ্যে বের হয়। রাত সাড়ে ৯টায় ছেলে উজ্জ্বল রায় বাসায় এসে দেখে ভেতর থেকে লক করা। পরে লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে তার বাবার রক্তাক্ত লাশ মেঝেতে পরে আছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসিরউদ্দিন জানান, কারা কেন হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

Islam's Group