নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচনে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার ২২ জানুয়ারী বিকেল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহকারী ২৬ জন সম্ভাব্য প্রার্থীর মধ্যে ইতোমধ্যে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা গেছে, গত বছরের ১০ নভেম্বর নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ১২তম কার্যকরি সভায় ২০২৫-২০২৭ কার্যকালের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ড গঠন করা হয়, নির্বাচন বোর্ডে বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি ও এফবিসিসিআই সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন এবং দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চোধুরী এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফজলুল হক রুমন রেজা যিনি নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মাওলানা আব্দুল কাইয়ুম ও সিনিয়র অ্যাডভোকেট মো. জাকির হোসেন কে নির্বাচন আপীল বোর্ডের সদস্য হিসাবে সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। পরে নির্বাচন ও আপীল বোর্ডের বৈঠকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্ধারণ করা হয়।
মঙ্গলবার পর্যন্ত জেনারেল গ্রুপে ১৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, মাসুদুজ্জামান, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, রতন কুমার সাহা, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. আবু জাফর, গোলাম মোহাম্মদ কায়সার, আব্দুল হাই রাজু, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, মজিবর রহমান, গোলাম সারোয়ার সাঈদ, নাসির উদ্দিন, মোঃ সোহাগ, মো. বজলুর রহমান, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ আল মামুন, মাহফুজুর রহমান খান (মাহফুজ), আহমেদুর রহমান তনু, মহসিন রাব্বানি। এসোসিয়েট গ্রুপে ৭ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, মোর্শেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, হাজী মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এনামুল হক, মনিরুল ইসলাম। ট্রেড গ্রুপে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিকাশ চন্দ্র সাহা।
এদিকে বুধবার বিকেল অবধি ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বজলুর রহমান ও বিকাশ চন্দ্র সাহা। আগামী শনিবার দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :