News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

মাস্টার টেক্সটাইল চালু ও বকেয়া প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৮:৪৩ পিএম মাস্টার টেক্সটাইল চালু ও বকেয়া প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান

ফতুল্লা থানার কেতাবনগরে অবস্থিত বন্ধ মাস্টার টেক্সটাইল গার্মেন্টস অবিলম্বে চালু ও শ্রমিকের বকেয়া আইনানুগ যাবতীয় পাওনাদি প্রদানের দাবিতে শ্রমিকরা মঙ্গলবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করে মিছিল সহযোগে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

কারখানার শ্রমিক জোসনার সভাপতিত্বে শহিদ মিনারে ও জেলা প্রশাসকের কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খান, কারখানার শ্রমিক সোহেল, সুজন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, মালিক কর্তৃপক্ষ গত ২৮ নভেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২৮(ক) অনুযায়ী কারখানাটি আকস্মিক বন্ধ ঘোষণা করে। দেড় মাসের অধিক সময় অতিবাহিত হলেও এখনও প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের আইনগত ন্যায্য প্রাপ্য পাওনা পরিশোধ করেনি। সংকট নিরসনের জন্য গত ১ ডিসেম্বর কারখানার শ্রমিকরা মালিক ও শ্রম সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো বরাবর অভিযোগ প্রদান করেন। ১৬ জানুয়ারি কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ত্রিপক্ষীয় সভা আহ্বান করলে মালিক সেখানে উপস্থিত হয়নি। বিকেএমইএ সভাপতিকে অভিযোগ জানালেও তিনিও সংকট নিরসনে এগিয়ে আসেনি। শ্রমিকরা বর্তমানে চাকুরিহারা হয়ে অনিশ্চিত পরিস্থিতিতে আছে। আইনানুগ পাওনাদি না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। বাড়ীঅলা কারখানা বন্ধ জানতে পেরে বাড়ি ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে ও বাকির দোকানদার বাকি পণ্য দেয়া বন্ধ করে দিয়েছে। নেতৃবৃন্দ দ্রুত শ্রমিকদের আইনানুগ প্রাপ্য পাওনাদি পরিশোধে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানান। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

 

Islam's Group