News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

রূপগঞ্জে স্পিনিং মিলে ফের অগ্নিকাণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | রূপগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ১০:২৫ পিএম রূপগঞ্জে স্পিনিং মিলে ফের অগ্নিকাণ্ড

রূপগঞ্জে  একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ১৮ জানুয়ারি সকাল ১১টার দিকে  উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় আল রাজি স্পিনিং মিলে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ৯ জানুয়ারি এ প্রতিষ্ঠানে  কাজ চলাকালীন রানিং মেশিনের মেটালিক ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ  সূত্র জানায়, কারখানাটিতে ডে  শিফটে সেটে  দুই শত শ্রমিক কাজ করছিল। ফিনিশিং সেকশনে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে  কাচপুর ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে আল রাজি স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার কাজী হাসানুল করিম বলেন, কাজ চলাকালীন সময়ে সকাল ১১ টার দিকে ফিনিশিং সেকশনে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট  থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই  আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।এ সময় তুলা, সুতা, টিন, সিলিং মেশিনের মেকানিক্যাল ও ইলেকট্রিক পার্টসসহ ভেতরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ফ্যাক্টরির ৫ কোটি  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কাচপুর  ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার  জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে এগারোটার দিকে আমরা পৌঁছে  প্রায় ২ ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট- সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ পরিমাণ বলা যাবে।

Islam's Group