News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

বদু প্যানেলের জয়জয়কার, স্বতন্ত্র তিনজনের জয়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৪:১৮ পিএম বদু প্যানেলের জয়জয়কার, স্বতন্ত্র তিনজনের জয়

সকল জল্পনা কল্পনা শেষে বাংলাদেশ হোসিয়ারি সমিতির ১১১৩ ভোটের মাধ্যমে ১৮ জনের মধ্যে বদু প্যানেলের ১৫ জন প্রার্থী জয় লাভ করেছে। বাকি তিনজন হলেন, স্বতন্ত্র ঐক্য ফোরামের একজন ও স্বতন্ত্র দুইজন প্রার্থী জয় পেয়েছে। এমন ফলাফলে বিএনপি নেতাদের ভরাডুবি ঘটেছে, দুই জন স্বতন্ত্র প্রার্থী প্যানেল ছাড়াই বাজিমাত করেছেন এসোসিয়েট গ্রুপে। এদিকে বদিউজ্জামান বদু’র নির্বাচনে দেয়া ইতোমধ্যে বক্তব্যেগুলো বাস্তবায়ন করেছে হোসিয়ারি মালিকরা ভোটের মধ্যে।

নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, সাধারণ গ্রুপের বদিউজ্জামান বদু (৮৯৩), মো. আব্দুল হাই (৮২৭), মিজানুর রহমান (৮০৫), মো. পারভেজ মল্লিক (৭৮৭), আবদুস সবুর খান (৭৮৩), হাজী মো. শাহিন হোসেন (৭৫১), আতাউর রহমান (৭২৭), দুল্লাল মল্লিক (৬৯০), ফতেহ মোহাম্মদ রেজা (৬৭০), মো. মাসুদুর রহমান (৬০৫) ও বৈদ্যনাথ পোদ্দার (৫৭২)। এদের মধ্যে স্বতন্ত্র ঐক্য ফোরামের ফতেহ আলী রেজা রিপন একক নির্বাচিত হয়েছেন।

মাত্র ৫০ ভোটে পিছনে থাকায় ছিটকে পড়েছে স্বতন্ত্র প্রার্থী মো. আল আমিন প্রধান (৫২২) ও স্বতন্ত্র ঐক্য ফোরামের সুশান্ত পাল চৌধুরী (৫২২)। ভোটে পরাজিত হয়েছেন মো. আওলাদ হোসেন (৫১৭), মনির হোসেন খান (৪৯৯), মো. নাজমুল হক (৪৯৩), আবুল বাশার (৪৬৯), বাবুল চন্দ্র দাস (৪২৬), দিদার খন্দকার (৩৯২) ও লুৎফর রহমান ফকির (৩১৪) এদিকে এসোসিয়েট গ্রুপের সাইফুল ইসলাম হিরু (৮৬২), সাঈদ আহম্মেদ স্বপন (৭১৯), মো. নাছির শেখ (৭০২), আবদুস সোবহান তালুকদার (৫৭৫), নাছিম আহম্মেদ (৪৯৮) ও বিল্লাল হোসেন (৪৯৫)। এদের মধ্যে আবদুস সোবহান ও বিল্লাল হোসেন দুই প্যানেল বিহীন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

মাত্র ৩৩ ভোটের পিছনে থাকায় ছিটকে পড়েছেন আরেক বিল্লাল হোসেন (৪৬২)। ভোটে পরাজিত হয়েছেন মাসুদ রানা (৪২১), নারায়ণ চন্দ্র মজুমদার (৩৮৮), অনিল সাহা (৩৬৮), ইবনে মো. আল কাওছার (২৭১), মো. মাসুম মোল্লা (২৬৩), মোক্তার হোসেন (২২২), ফারুক আহম্মেদ (১৪৯) ও আনোয়ার হোসেন (১৪৫)।

Islam's Group