News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

আজমেরীর গুন্ডাবাহিনী অন্য দলের সাথে যুক্ত হয়ে নিরাপদ থাকছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ১০:৫৪ পিএম আজমেরীর গুন্ডাবাহিনী অন্য দলের সাথে যুক্ত হয়ে নিরাপদ থাকছে

নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহবায়ক রফিউর রাব্বি বলেন, লক্ষীনারায়ণ কটন মিলেন ৭০০ কোটি টাকার সম্পত্তি ৩৫ কোটি টাকায় নিয়ে নিয়েছিল নীট কর্ণসার্ন। ৫০০জন শ্রমিকের শেয়ার ছিল, তাদের কুকুরের মত উচ্ছেদ করার জন্য যা যা করার প্রয়োজন সবই করা হয়েছিল। এদের সাথে নাসিম, শামীম ওসমান ও তাদের ক্যাডার বাহিনী ছিল। শহরের বালুর মাঠের ৫০ কোটি টাকার জায়গা ওসমান পরিবার ৫-৭ কোটি টাকায় পপুলারের কাছে বিক্রি করে দেয়। এমন হরিলুট নারায়ণগঞ্জে দীর্ঘদিন চলেছে এখনো চলছে। ১ নম্বর রেলগেটের জমি দখল করে মার্কেট করার উদ্যোগ গ্রহণ করে নাসিম ওসমান। সে সময় আমরা ভূমি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ গঠন করে আন্দোলন করি। আমাদের দমানোর জন্য ম্যাজিস্ট্রেট, টিয়ারসেল, গুলি করে রক্তারক্তি হয় তারপর সেটি বন্ধ হয়। ফের ২০২২-২৩ সালে আবার শুরু করে এতেও আমরা প্রতিবাদ করি। প্রতিবাদ জারি না রাখলে লুন্ঠন প্রক্রিয়া অব্যাহত থাকে। নিশ্চুপ থাকলে অধিকার আদায় সম্ভব না। নারায়ণগঞ্জে বিগত ১৫০ বছরে জনগণ বেড়েছে ৩৪ গুণ। কিন্তু আরো ১০০ বছর পর আমাদের এই নগরীতে জনগণ দাঁড়াবে ৩ কোটি আর বেশি। আমরা জানি যত প্রকল্প তত লুটপাট। তাই আমাদের সকলের আওয়াজ তোলা জরুরি। শুধু আমার বা আপনার নয়, আমাদের সকলের একসাথে আওয়াজ তোলা জরুরি। তাই এই সংগঠনটা আনা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারের মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এদিন ‘দৃর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ি, আমাদের নারায়ণগঞ্জ আমরা গড়ি’ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আয়োজনে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।

ভবানি সংকর রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী শামসুল আলম আজাদ, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত কয়েকদিন আগে সিটি কর্পোরেশনে একটি নাগরিক সভায় চলমান ৫টি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এখানে কদম রসল সেতু, খানপুরের পোর্ট কন্টেইনার, পঞ্চবটি থেকে উড়াল সেতুর কাজের কথা বলা হয়েছে। মনে হবে এগুলো নারায়ণগঞ্জের চেহারা বদলে যাবে। কিন্তু প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এ শহর আরও কলাপ্স করবে। নারায়ণগঞ্জে শতশত সংকট রয়েছে। পর্যায়ক্রমে সমাধান করারে যথাযথ মনে করি। সমাধান আমাদের দায়িত্ব না তবে সমাধানের পথ চিহ্নিত করে সামনে আনবো। একেক সমস্যার জন্য একেক সংগঠন কাজ করেছে। স্বৈরশাসক, নারায়ণগঞ্জের মাফিয়াদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু স্বৈরশাসনের প্রক্রিয়ার পরিবর্তন হয়নি। নারায়ণগহ্জের দুর্বৃত্তচক্র পালিয়ে গেছে। কিন্তু তাদের বিশাল একটি অংশ ছিল। তাদের হাজার হাজার কোটি টাকা ছিল যা দিয়ে দুর্বৃত্ত শক্তি করেছিল। এই শক্তিগুলোও এখনো নারায়ণগঞ্জের আছে। তারা দল বদল করে বিভিন্ন জায়গায় রাজনীতিতে যুক্ত হচ্ছে। আজমেরীর গুন্ডাবাহিনী অন্য দলের সাথে যুক্ত হয়ে নিরাপদ থাকছে। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যদি জনমত, সংগঠিত করা না যায় তাহলে এ সমাজকে বাসযোগ্য করা খুব কঠিন।

Islam's Group