News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

নাগরিক কমিটির ৮ দফা দাবিতে ডিসির কাছে স্মারকলিপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৫:২৫ পিএম নাগরিক কমিটির ৮ দফা দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

নারায়ণগঞ্জে জুলাই শহীদদের স্বরণে স্মৃতিস্তম্ভ স্থাপন, সন্ত্রাসীদের গ্রেপ্তার, নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ ৮ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় নাগরিক কমিটি।

রোববার ২ ফেব্রুয়ারি বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে এই স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেয়া হয়। এর আগে বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা র‌্যালি নিয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে হাজির হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' নির্মাণ করতে হবে। শহীদদের পরিবারগুলোকে অবিলম্বে উপযুক্ত নিরাপত্তা দেয়া এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেই সাথে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জে যারা গুলি চালিয়েছিলো তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবার কে ব্যবহার করে মামলা বাণিজ্যে সহ সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে।

এছাড়া নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি বন্ধে পুলিশ ও প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করতে হবে। শহরের ভঙ্গুর ট্র্যাফিক ব্যবস্থা বদলে কার্যকর ভুমিকা নিতে হবে। যানজটে স্থবির হয়ে থাকা নগরীতে হকার, ইজিবাইক সমস্যার যৌক্তিক সমাধানে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি অবৈধ বাস, লেগুনা, সিএনজি, রিক্সা স্ট্যান্ড উচ্ছেদ এবং যত্রতত্র পার্কিং বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।

নারায়ণগঞ্জ শহরের চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত সমাপ্ত করতে সিটি করপোরেশনের সাথে সমন্বয় করা, মশা নিধনে পদক্ষেপ নিতে হবে। নগরীর সংকট সমাধানে নবীন প্রবীন নাগরিকদের সমন্বয়ে কমিটি প্রনয়ন করে প্রয়োজনীয় রোডম্যাপ প্রস্তুত করুন।

স্মারকলিপির গ্রহণের বিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, ‘যানজটের বিষয়ে আমাদের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আমরা আপনাদের সহ সকলের সহযোগীতা কামনা করছি। মামলায় হয়রানি বন্ধে আমাদের নজরদারি রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের সাথে সমন্বয় করে কাজ চলছে।

Islam's Group