News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

শাহেন শাহ হযরত ইন্নত আলী শাহ ৫৫ তম ওরশ শরীফ অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপনডেন্ট প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৮:৪৯ পিএম শাহেন শাহ হযরত ইন্নত আলী শাহ ৫৫ তম ওরশ শরীফ অনুষ্ঠিত

বন্দরের কলাগাছিয়া এলাকার শাহেন শাহ হযরত ইন্নত আলী শাহ এর ৫৫ তম ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে এই ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। সেই সাথে এই ওরশ উপলক্ষ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তগণ আসেন।

প্রধান খাদেম আমিনুল ইসলাম বলেন, প্রতি বছরের ডিসেম্বরের ৪ তারিখে আমাদের এই ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে বিভিন্ন জেলা থেকে লোকজন এসে থাকেন। এ বছর  আমাদের এখনে কুতুববাগ দরবার শরীফের পীর এসেছেন। প্রতি বছরই হাজার হাজার লোকের সমাগম হয়ে থাকে। এবারও অনেক লোকের সমাগম হয়েছে। দিন দিন ভক্তগণের সংখ্যা বেড়েই চলছে।

গদিনিশী পীর হাজী আব্দুল আউয়াল শাহ বলেন, শাহেন শাহ হযরত ইন্নত আলী শাহ খানা-দানা ও টাকা-পয়সা সবকিছু হারাম করে আল্লাহকে হাজির নাজির করেছে। তিনি পানির নিচে ঘণ্টার পর ঘণ্টা ডুব দিয়ে থাকতো। মাসের পর মাস না খেয়ে থাকতো। তিনি যা বলতো তাই হতো।

তিনি আরও বলেন, অনেক কিছু উনার দ্বারা হয়েছে। অনেক মানুষের রোগ উনার দ্বারা ভালো হয়েছে। উনি আল্লাহর প্রেমিক ছিলো। আমাদের কোনো দাওয়াত ছাড়াই এত মানুষ উনার ওরশে এসে থাকে। তিনি যা বলে গেছেন তাই হচ্ছে। দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানী সৈন্য বাহিনীদের বলেছিলেন তরা বেশিদিন থাকতে পারবি না। এর চারদিন পরেই দেশ স্বাধীন হয়েছিলো।

Islam's Group