News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদ শ্যামাপূজায় গয়েশ্বর রায় কন্যা অর্পনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ১১:১৫ পিএম রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদ শ্যামাপূজায় গয়েশ্বর রায় কন্যা অর্পনা

প্রতিবছরের ন্যায় এবারো ২৮ আর কে দাস রোড, (রুফটপ) নিতাইগঞ্জ,রণবীর রায় চৌধুরীর বাস ভবনে শ্রী শ্রী শ্যামাপূজা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সারা নারায়ণগঞ্জ সেজে উঠেছে আলোর বন্যায়। কালীপুজোর প্রাক্কালে মা কালীর আরাধনায় নিজেকে নিয়োজিত করছেন সকলেই। আত্মীয়-স্বজন পরিবারের সকলকে নিয়েআলোর রোশনাই এবং আনন্দে মেতে উঠছেন সকলে। পরিবারের সকলকে নিয়েমেতে ওঠো দীপাবলির আনন্দে, নিরাপদ কাটুক তোমার কালীপুজো ভালোবাসায়ভরে উঠুক তোমার জীবন। কালীপুজোর পূর্ণ লগ্নে সমস্ত কষ্ট ঘুচে যাক তোমার জীবন থেকে।

রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত ৫১ তম শ্রী শ্রী শ্যামাপূজা উৎসব অনুষ্ঠানে রনবীর রায় চৌধুরীর বাসভবনে উপস্থিত ছিলেন গয়েশ্বর রায় এর জৈষ্ঠ্য কন্যা অর্পনা রায় দাস সাথে ছিলেন রনবীর রায়ের জৈষ্ঠ্য পুত্র জয় কে রায় চৌধুরী ও দিতিপ্রিয়া রায় চৌধুরী হীরা।

Islam's Group