News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২

সোনারগাঁয়ে ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতাসহ গ্রেপ্তার-৭


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৬:৩০ পিএম সোনারগাঁয়ে ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতাসহ গ্রেপ্তার-৭

ডেভিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও মাদক মামলায় ২ জন ও ওয়ারেন্টে ২ জনকে আটক করা হয়।

সোমবার ১০ ফেব্রুয়ারি রাতে সোনারগাঁ থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলো, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি হাসান ওরফে রনি মোল্লা, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান ও জামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলার ভিত্তিতে পুলিশ ডেভিল হান্ট অভিযান চালিয়ে ৩ জন,মাদক মামলায় ২ জন ও ওয়ারেন্টে আরোও ২জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।

Islam's Group