News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্ট

আটক ১৩ জনের ১২ জনের জামিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৭:৫৫ পিএম আটক ১৩ জনের ১২ জনের জামিন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আড়াইহাজার উপজেলা যুবলীগের সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির চার নেতাসহ ১৩ জনকে আটক করে যৌথবাহিনী। রোববার রাতে মাদক সেবন অবস্থায় বি-বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে এবং যুবলীগ নেতাসহ অপর ৯ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করে যৌথবাহিনী। সোমবার ১০ ফেব্রুয়ারি বিকেলে আটককৃতদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মায়মুন্নাহারের আদালতে হাজির করা হলে বিচারক শর্তসাপেক্ষে ১২ জনকে জামিন প্রদান করে। জামিনে মুক্তিপ্রাপ্তরা হলো, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কালাম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন, বাগাদী কান্দাপাড়া এলাকার মো.খাইরুদ্দিন ইমন, কল্যান্দী এলাকার রিফাত হাসান, কামরানীরচর এলাকার হোসাইন গাজী, বগাদী কান্দাপাড়া এলাকার সোহাগ, মোসাদ্দেক হোসেন, সোনাকান্দা এলাকার আল আমিন জুয়েল রানা, মো. আবু মুছা, রাসেল।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, আটককৃতদের মধ্যে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আড়াইহাজারের যুবলীগের সহসভাপতি মো. হারুণ অর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বাকী ১২ জনের মধ্যে ৬ জনকে ৩৪ ধারায়, ৫ জনকে ৫৪ ধারায় ও একজনকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত তাদেরকে শর্তসাপেক্ষে জামিন প্রদান করেছে।

এর আগে ৯ ফেব্রুয়ারি ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতারকৃত নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যুবলীগ এর দপ্তর সম্পাদক মো. ইদ্রিস, রূপগঞ্জের তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত ও সোনারগাঁ থানা যুবলীগ নেতা মামুন ভূইয়াকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Islam's Group