News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৭:৫০ পিএম মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক আটক

বন্দরে ইসমাইল হোসেন (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ইসমাইল হোসেন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি চিড়ইপাড়া কলোনি এলাকার  মৃত ইদ্রিস আলীর ছেলে।  সোমবার ১০ ফেব্রুয়ারি দুপুরে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।  

আটকের বিষয়টি নিশ্চিত করে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোকলেছুর রহমান বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেনকে আটক করে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। দলীয় প্রভাবে সরকারি সম্পত্তি দখল ও জুলাই মাসে মদনপুর এলাকায় ছাত্র-জনতার উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃত আওয়ামী লীগ নেতা ইসমাইল থানা হাজতে আটক রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ইসমাইল হোসেন মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশি ছিলেন।

Islam's Group