নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ গুদারাঘাট সংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, ‘স্থানীয়দের মাধ্যমে নদীতে ভাসমান মরদেহের খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পড়নে ছিলো কালো প্যান্ট ও প্রিন্টের শার্ট। শরীরে কোন আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :