News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সোনারগাঁ থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী রিমাণ্ডে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:৪১ পিএম সোনারগাঁ থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী রিমাণ্ডে

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশিক মিয়া (২০) নামে এক শ্রমিককে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিনের রিমাণ্ড দিয়েছেন আদালত। বুধবার ৫ ফেব্রুয়ারি বেলা ১১ টায় ৫ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৫ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে উঠানো হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।

এর আগে সকালে আনিসুল হককে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। সেই সাথে নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে আদালতে উঠানো এবং নামানো হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, গত ৪ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর ওভারব্রিজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ পণ্ড করার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একজোট হয়ে হামলা করেন। এ সময় আশিক মিয়া সহ ১৫ থেকে ২০ জন গুলিবিদ্ধ হন। তাঁদের স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন ৫ আগস্ট সকালে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এই ঘটনায় গত ২৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রমিক আশিক মিয়ার মা কুলসুম বেগম সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১১২ জনের নাম উল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এদিকে রিমাণ্ড শুনানী শেষে আনিসুল হককে আদালত থেকে গারদে নেয়ার পথে আইনজীবী ও জনসাধারণের হট্টগোল সৃষ্টি হয়। উপস্থিত সকলেই ‘চোর চোর’ বলে ঠিৎকার করতে থাকেন। ‘চোর যাচ্ছে’ ও ‘চোরকে ধর ধর’ বলে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। একই সাথে তার ফাঁসি চেয়ে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করেন সাধারণ মানুষজন।

প্রসঙ্গত, নিহত আশিক মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গকুলনগর পশ্চিমপাড়ার মৃত কামাল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক শিল্পনগরীর মক্কা ইন্ডাস্ট্রিজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

Islam's Group