News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২

শামীম ওসমান, লিপি ও টিটুর বিরুদ্ধে দুদকে মামলা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৬:০৮ পিএম শামীম ওসমান, লিপি ও টিটুর বিরুদ্ধে দুদকে মামলা

দুর্নীতির অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার ১৫ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী জালাল উদ্দিন আহাম্মদ।

দায়ের হওয়া মামলায় শামীম ওসমানের সঙ্গে তার স্ত্রী ও কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান সালমা ওসমান ও প্রতিষ্ঠানটির এমডি তানভীর আহমেদকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার বা ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। (সূত্র যমুনা টেলিভিশন)

Islam's Group