১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে নগরীর ১ নং বাবুরাইল লেক সংলগ্ন মাঠে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় জয়ী হয়েছে বাবুরাইল কিংস। জয়ী দলের হাতে শিরোপা তুলে দিয়েছে আমন্ত্রিত প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) মোহাম্মদ জাকির হোসেন ও নাসিকের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা। এর আগে স্থানীয় মুক্তিযুদ্ধা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের হাতে সম্মান সূচক ক্রেস্ট তুলে দেন তারা।
খেলা শেষে স্থানীয় লোকজন ১ নং বাবুরাইল খেলার মাঠটিকে রক্ষা ও সংস্কারের জন্য নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার সাহায্য চান।
নাসিকের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা বলেন, আমাদের এই খেলার মাঠটা অনেক উপকারে আসছে। কারণ এই মাঠে যারা খেলাধুলা করতে আসছে তারা খারাপ কাজ থেকে দূরে আছে। বাবুরাইল খেলার মাঠ আমরা কেউ নিজস্ব সম্পত্তি বানাতে চাইনা। আমরা শুধু চাই এই মাঠটা থাকুক। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিও জাকির ভাই আমাদের সব সময় আমাদের এই মাঠ সংস্কারের জন্য সবকিছু দিয়ে পাশে ছিলেন এবং আশা করছি সামনেও আমরা তাকে পাশে পাবো। কারণ এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে এই মাঠ অনেক গুরুত্বপূর্ণ।
এ সময় নাসিকের সিও জাকির হোসেন বলেন, আমি আজকে এখানে এসে অনেক খুশি। খেলাধুলা মেধা বিকাশের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এই মাঠ আরো বেশি করে খেলাধুলার উপযোগী করে তুলতে যা যা করা প্রয়োজন তা আমরা করবো।
আপনার মতামত লিখুন :