News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

এনসিএল টি-২০তে নারায়ণগঞ্জের ছেলে জিসান আলমের তাণ্ডব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০২:৪৪ পিএম এনসিএল টি-২০তে নারায়ণগঞ্জের ছেলে জিসান আলমের তাণ্ডব

ন্যাশনাল ক্রিকেট লিগ টি-২০র প্রথম দিনই সিলেটে রান উৎসব হয়েছে। সিলেট বিভাগের হয়ে প্রথমদিনই সেঞ্চুরি হাঁকিয়েছেন ২০ বছর বয়েসী ব্যাটার নারায়ণগঞ্জের ছেলে জিসান আলম। নারায়ণগঞ্জের ছেলে হলেও তিনি খেলছেন সিলেটের হয়ে। মারকুটে ব্যাটার হিসেবে আগে থেকে পরিচিত জিসান আলম। এদিন ওপেনিংয়ে নেমে মাত্র ৫৩ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ১০টি ওভার বাউন্ডারি(৬) ও চারটি বাউন্ডারি(৪) শট।

স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম বাংলাদেশি সেঞ্চুরিয়ান এখন জিসান। এই তালিকায় শীর্ষে আছেন পারভেজ হোসেন ইমন। বিপিএলে ২০২০ সালে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি।

এর আগে ২০১৯ সালে ঢাকা ডাইনাইটসের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। যা দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয়।

ইনিংসের ১৪তম ওভারে স্পিনার আরাফাত সানিকে একটানা ৫টি ছক্কা হাঁকান জিসান। ওভারের প্রথম বলে দৌড়ে ২ রান নেন তিনি। এরপর স্ট্রাইকে গিয়ে পরবর্তী ৫ বলে ৫ ছক্কা হাঁকান এই তরুণ ব্যাটার।

শুধু সেঞ্চুরিতেই রেকর্ড নয় এর আগে চলতি বছরে নভেম্বর হংকং সিক্সেস টুর্নামেন্টে ওমানের বিরুদ্ধে মাত্র ১২ বলে ফিফটি করে রিটায়ার্ড হন জিসান। হাঁকান আটটি ছক্কা ও একটি চার।

ইতোমধ্যে জিসান আলম জাতীয় দলের দরজায় কড়া নাড়তে শুরু করেছে।

Islam's Group