বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল ৯ টায় নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি শহরের খানপুর এলাকা থেকে শুরু করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিকে কেন্দ্র করে উপস্থিত সকলের হাতেই ছিলো বাংলাদেশের ছোট ছোট পতাকা। সেই সাথে র্যালিতে ছিলো একটি বাংলাদেশের একটি বিশাল পতাকা।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাঈলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সেক্রেটারী অমিত হাসান, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, অর্থ সম্পাদক রায়হান রফিক, শিক্ষা সম্পাদক কামরুল ইসলাম, পাঠাগার সম্পাদক আল হেলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মারা।
সভাপতির বক্তব্যে হাফেজ মো. ইসমাঈল বলেন, ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের প্রতি নাগরিককে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। এ পর্যন্ত ইসলামী ছাত্রশিবিরের লোকজন যত জায়গায় অবস্থান নিয়েছে তারা সেখানে সততার পরিচয় দিয়েছে। বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্র শিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাবে।
আপনার মতামত লিখুন :